জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২১তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৯ ডিসেম্বর ধার্য করেছেন।
ট্রাইব্যুনালে বিচারিক প্যানেল হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে ছিলেন ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।
ওইদিন কারাগার থেকে প্রিজনভ্যানে করে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন: এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
মামলার গতিপ্রকৃতি অনুযায়ী, ২৮ আগস্ট থেকে শুরু হওয়া সাক্ষ্যগ্রহণে মোট ২১জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পুলিশের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী। মামলায় এখনও ২৪ জন আসামি পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলার শেষ পর্যায়ে মোট সাক্ষী সংখ্যা ৬২ জন। সাক্ষ্যগ্রহণের মাধ্যমে হত্যাকাণ্ডের পুরো ঘটনার পুনর্নিরূপণ এবং আসামিদের জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
