ওয়েবসাইটে এনসিপির শাপলা কলির স্কেচ যুক্ত করলো ইসি

নির্বাচন কমিশনের বরাদ্দ করা এনসিপির অফিসিয়াল মার্কা শাপলা কলির স্কেচ নির্ধারণ করেছে ইসি। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ী ব্যালটে প্রতীক থাকবে এনসিপির।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন শাপলা কলি প্রতীকের স্কেচ নির্ধারণ করেছে বলে জানান এনসিপির দায়িত্বশীল নেতা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতোদিন খালি ছিল। বুধবার এনপিপির নামের পাশে শাপলা কলি প্রতীকের স্কেচ যুক্ত করেছে ইসি। তবে এখনও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কবাদী) নামের পাশে প্রতীকের স্কেচ যুক্ত করেনি ইসি।

এর আগে, নাগরিক পার্টিকে (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। ইসির চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

Read Previous

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

Read Next

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন

Most Popular