বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা-বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, দেওয়ান সালমান এবং মো. জাকির হোসেন।

এ ছাড়া প্রিন্সিপাল আবুল কাশেম হল ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদকেও সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত অনুমোদন করে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দিয়েছেন।

Read Previous

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Read Next

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

Most Popular