কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কাঁচামাল ব্যবসায়ী আহত হয়েছেন। তার নাম লিটন মিয়া (৪৫)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে আম্বর শাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

লিটন মিয়া পরিবার নিয়ে রাজধানীর তেজতুরি বাজারের কাজীপাড়া এলাকায় থাকেন।

তার স্ত্রী ইয়াসমিন বেগম জানিয়েছেন, তার স্বামী কারওয়ান বাজারের কাঁচামাল কিনে সেখানেই বিক্রি করে থাকেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে তিনি বের হন। পরে সংবাদ পাই, কারওয়ান বাজার আম্বর শাহ মসজিদের পাশে তিনজন ছিনতাইকারী তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেছে। তারা তার সংঙ্গে থাকা নগদ ৩৩ হাজার টাকা ও তার মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. জানিয়েছেন, আহত কাঁচামাল বিক্রেতাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Read Previous

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০৬৬০ প্রবাসীর নিবন্ধন

Read Next

পেঁয়াজ কিনছে না বাংলাদেশ, কাঁদছেন ভারতের ব্যবসায়ীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular