নির্বাচনী প্রচার স্থগিত -খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চলছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় তার নির্বাচনী এবং অন্য সব ধরনের প্রচার কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে, তিনি দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সোনাগাজী উপজেলার বড় মসজিদে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে যাওয়ার প্রক্কালে ফেনী শহরের লালপোলে নেতাকর্মীদের এ কথা জানান।

জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে, আবদুল আউয়াল মিন্টু তার গণসংযোগ ও নির্বাচনী সভা-সমাবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

শনিবার ও রোববার উনার দিনব্যাপী সোনাগাজী উপজেলায় প্রচারণার কথা ছিল। পরে নেত্রীর অসুস্থতার খবর শুনে তিনি মর্মাহত হন। এ জন্য সোনাগাজী উপজেলায় পূর্ব নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তিনি।

এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এই মুহূর্তে রাজনীতি কিংবা নির্বাচনী কার্যক্রমের চেয়ে তার সুস্থতা আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। আমি আমার ব্যক্তিগত ও দলের সব ধরনের প্রচারণা স্থগিত ঘোষণা করছি।

তিনি বলেন, দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করুন। মহান আল্লাহ্‌ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

Read Previous

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

Read Next

প্রেমজীবনের ২৮ বছর পার যা বললেন কাজল

Most Popular