খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু তার আগে উনার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। এখন বিদেশে যাওয়ার অবস্থায় তিনি নেই। তবে তাকে বিদেশে নেয়ার জন্য ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন। দেশ-বিদেশীরা চিকিৎসকরা তার চিকিৎসা করেছেন। গতরাতে মেডিকেল বোর্ড দীর্ঘসময় সভা করে চিকিৎসার বিষয়ে কথা বলেছেন।
হাসপাতালের সামনে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসকরা বিব্রতবোধ করছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভীড়ের কারণে অন্য রোগীদের চিকিৎসা প্রদানে সমস্যা হচ্ছে। এ সময় হাসপাতালে না যেতে দলের নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিদেশে নেয়ার বিষয়ে চিন্তা করা হবে। তবে বিদেশে নেয়ার কাজ এগিয়ে রাখা হয়েছে। যাতে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।
