বিপিএল নিলামে কোটিপতি নাঈম শেখ

১২তম বিপিএলের নিলামে শুরুতেই যেন হইচই ফেলে দিলেন নাঈম শেখ। ‘এ’ গ্রেডে থাকা এই ওপেনারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। কিন্তু কয়েকটি দলের তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তার মূল্য এক লাফে কোটি টাকার ঘর ছাড়িয়ে যায়।

গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈমকে ঘিরে সিলেট টাইটানস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে ছিল তীব্র লড়াই। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে টেনে নেয় চট্টগ্রাম রয়্যালস।

জাতীয় দলে সাম্প্রতিক সময়ে আলো ছড়াতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রান করে যাচ্ছেন নাঈম। বিপিএল তার জন্য হতে পারে জাতীয় দলে ফেরার গুরুত্বপূর্ণ সুযোগ।

নিলামের দ্বিতীয় নাম ছিল লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দিনই দারুণ ফিফটি হাঁকানো এই ওপেনারকে নিয়ে আলোচনাও ছিল বেশ। তবে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বড় কোনো লড়াই দেখা যায়নি। শেষ পর্যন্ত রংপুর রাইডার্স ৭০ লাখ টাকায় লিটনকে দলে ভেড়ায়।

Read Previous

২৯ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

Read Next

মেট্রোরেলের ছাদে ২ ব্যক্তি, ট্রেন চলাচল বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular