আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচারিত খালেদা জিয়ার অসুস্থতার খবর

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

তাঁর অসুস্থতার খবর প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। একই সঙ্গে পরিবার, দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে “অত্যন্ত সংকটজনক” বলে উল্লেখ করে গুরুত্বসহকারে প্রতিবেদন প্রকাশ করেছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম “বাংলাদেশের খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’, হাসপাতালে ভর্তি” শিরোনামে জানায়-
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ফুসফুসের সংক্রমণের কারণে গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। তাঁর পরিবার ও সমর্থকরা দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমটিকে জানান,
“তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে অবস্থাকে ‘অত্যন্ত সংকটজনক’ বলা যায়।”

পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা ডন “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’” শিরোনামে জানায়-

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হন, এবং চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় ছিলেন। ক্ষমতাচ্যুতি পরবর্তী নতুন রাজনৈতিক পরিস্থিতিতে গত বছর তিনি মুক্তি পান।

গণমাধ্যমটি প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বক্তব্য তুলে ধরে লিখেছে-
“গণতন্ত্রের এই ক্রান্তিকালে খালেদা জিয়া জাতির অনুপ্রেরণা। তাঁর আরোগ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ভারতের এনডিটিভি “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে” শিরোনামে জানায়-
ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া খালেদা জিয়ার অবস্থা “খুবই সংকটজনক”।

বিএনপি নেতা আহমেদ আজম খানের বরাতে গণমাধ্যমটি আরও জানায়-
“নেত্রীর অবস্থা স্থিতিশীল হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়া হবে। এ জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।”

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ এবং খালিজ টাইমস উভয়ই খালেদা জিয়ার বিভিন্ন জটিল রোগের কথা উল্লেখ করে জানিয়েছে-
তিনি হৃদরোগ, লিভার ও কিডনি সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ, আর্থ্রাইটিস ও চোখের জটিলতায় ভুগছেন। তাঁর শরীরে স্থায়ী পেসমেকার রয়েছে এবং অতীতে হার্ট স্টেন্টিং করা হয়েছে।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশ-বিদেশে যে আলোড়ন তৈরি হয়েছে, তা রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় পর্যায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি অব্যাহতভাবে গুরুত্ব পাচ্ছে।

Read Previous

জাতীয় ঐক্যই এখন সময়ের দাবি: আলাল

Read Next

সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের আগুন নিয়ন্ত্রণে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular