খালেদা জিয়া কথা বলতে সক্ষম,তবে শারীরিক অবস্থা সংকটজনক

ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণের কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক। যদিও তিনি কথা বলতে সক্ষম, তবে তার শারীরিক সংকট কাটেনি।

রোববার (৩০ নভেম্বর) সকালেও স্বাস্থ্য সম্পর্কে খবর নিতে হাসপাতালের সামনে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। তারা দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া এবং শুভকামনার আহ্বান জানিয়েছেন।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ড সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন একটি ব্রিফিংয়ে জানান, তিন দিন ধরে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। তিনি আরও বলেন, বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে।

রাতেই স্বাস্থ্য খোঁজ খবর নিতে হাসপাতালে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, “দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।”

এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা অপরিহার্য।”

২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে চলমান চিকিৎসা এবং মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণের মাধ্যমে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

Read Previous

সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের আগুন নিয়ন্ত্রণে

Read Next

বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি

Most Popular