কালিয়াকৈরে বাজারে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সফিপুর বাজারের টিনশেড মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে।
বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের টিনশেড মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এ সময় বাজারের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততোক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কল করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, সফিপুর বাজারে আগুন লেগেছে। বেশ কিছু দোকান পুড়ে গেছে। অনেক দোকানের মালিকরা আগেই মালামাল সরিয়ে নিয়েছে। সেখানে আমাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো আহত নেই।

Read Previous

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়

Read Next

শেখ হাসিনার লকারে মিলল ৮৩২.৫ ভরি সোনা, দেশে আলোচনার ঝড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular