খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফোরাম অব ইয়াং প্রফেশনালসের দোয়া মাহফিল

গণতন্ত্রের মা খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে ফোরাম অব ইয়াং প্রফেশনালস (এফওয়াইপি)। রোববার (৩০ নভেম্বর) বাদ আসর রাজধানীর রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক রাশেদ উল হক সরকার। এতে মোহাম্মদ সোহাগ, বাকের, বোরহান, মিলন, সেলিম, তানভীরসহ ফোরামের বিভিন্ন স্তরের সদস্যরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, বেগম জিয়ার অনুপস্থিতি মানেই দেশের অভিভাবকহীন হওয়ার শঙ্কা। গণতান্ত্রিক চর্চার অন্যতম বাতিঘর হিসেবে বিবেচিত বেগম জিয়া তার আপোষহীন নেতৃত্ব ও সুশাসনের কারণে তরুণ প্রজন্ম তথা দেশের আপামর মানুষের কাছে বরণীয় হয়ে আছেন। তার অসুস্থতার খবরে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশের এই ক্রান্তিকালে তাকে খুব বেশি প্রয়োজন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

আয়োজকরা বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছেও দোয়া কামনা করেছেন।

Read Previous

কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্রে নেই: তৌহিদ হোসেন

Read Next

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular