টেকসই গণতন্ত্র না হলে মানুষ আবারো রাস্তায় নামবে : বদিউল আলম

টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবারো রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দুর্বৃত্তায়ন বন্ধে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। সেক্ষেত্রে মানুষ আবার রাস্তায় নামবে।

রবিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সুজন সম্পাদক। ভয়েস নেটওয়ার্ক নামে একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।

বদিউল আলম বলেন, ‘বাংলাদেশের নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন ও দুর্বৃত্তায়িত। এ থেকে উত্তরণ ঘটাতে না পারলে যেই লাউ সেই কদুই থাকবে।’

প্রার্থীদের হলফনামার বিষয়ে সুজন সম্পাদক বলেন, ‘প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই ও দলগুলোর আয়-ব্যয় তথা আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে কোনো পরিবর্তনই আসবে না। নাগরিক সমাজ গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে গণতান্ত্রিক উত্তরণে।’

নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারে কমিশন প্রয়োজনীয় অনেক সুপারিশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুপারিশের অনেক কিছুই উপেক্ষিত থেকে গেছে।’

বদিউল আলম বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে যেন নাগরিকদের অধিকার খর্ব করতে না পারে সেজন্যই অনেক সুপারিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। রাজনীতি এখন একটা ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত। দুর্বৃত্তায়ন বন্ধে এই বিষয়ে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। আর টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামবে। আশা করি সেদিকে যেতে হবে না।’

টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।’

Read Previous

বাড়ল জ্বালানি তেলের দাম

Read Next

বিডিআর বিদ্রোহ : হাসিনার গ্রিন সিগন্যালেই হত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular