
রুপালি পর্দায় রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন জুটি এর আগে বহুবার জনপ্রিয়তা পেয়েছে। ‘বাচনা অ্যায় হাসিনো’ থেকে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’—প্রতিটি সিনেমাই তাদের স্বাভাবিক অভিনয় ও বোঝাপড়া দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আর এটি সম্ভব হয়েছে, ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে পেশাদারত্ব বজায় রেখেই তারা কাজ করে যাওয়ার কারণে।
কিন্তু রণবীর কাপুর তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চিত। আর দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে এখন সংসারী হয়েছেন অভিনেতা।
সম্প্রতি এক বলিউড কনটেন্ট ক্রিয়েটর রণবীর–দীপিকা জুটিকে আবারও বড়পর্দায় দেখার অনুরোধ জানিয়ে একটি রিল বানিয়ে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছেন। সেই রিলটিতে দীপিকা পাড়ুকোন লাইক দেওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এতে অনেকেরই ধারণা— অভিনেত্রী দীপিকাও হয়তো এমন প্রস্তাব পছন্দ করেছেন।
এদিকে আগামী ১৪ ডিসেম্বর অভিনেতা রাজ কাপুরের জন্মদিনে আরকে ফিল্মস নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলেও বলিপাড়ায় গুঞ্জন। তবে পুরো প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে। সিনেমাটি বড় বাজেটেই নির্মিত হতে পারে। আন্তর্জাতিক লোকেশনে শুটিংয়ের পরিকল্পনাও চলছে।
রণবীর কাপুর তার দাদু রাজ কাপুরের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান আরকে ফিল্মসকে নতুনভাবে পথচলা শুরু করতে চান। বলিপাড়ায় গুঞ্জন— ব্যানারের প্রথম সিনেমাতেই তিনি জুটি বাঁধতে পারেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ১৯৫৬ সালের জনপ্রিয় সিনেমা ‘ছোরি ছোরি’র বর্তমান ডিজিটাল যুগেই রিমেক হতে পারে সেই নতুন প্রকল্প। সেই মোতাবেক গত অক্টোবরে রণবীরের আরকে ফিল্মসকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার খবর সামনে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার সেই পরিকল্পনা আরও এগিয়েছে। রণবীর কাপুর চান— নতুন সিনেমায় রাজ কাপুরের কাজের ছাপ আধুনিক উপস্থাপনায় ফিরে আসুক। প্রকল্পটি ঘিরে তার টিমেও নাকি উৎসাহ দেখা যাচ্ছে।
সেই পরিকল্পনা মোতাবেক সিনেমার পরিচালনার দায়িত্ব দিতে পারেন অয়ন মুখার্জিকে। তিনি কয়েক মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। অয়ন প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং তাড়াহুড়ো করতে চাইছেন না বলেও জানা গেছে।
