সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাব মোড়ের একাংশে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি নিয়ে আজও প্রতিষ্ঠিত। শত বছরের ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা-পরিবেশের ওপর ভিত্তি করে তাদের পরিচিতি গড়ে উঠেছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই পরিচিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত না নিয়েই নেওয়া হয়েছে বলেও জানান অনেকে।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, নতুন কাঠামো চাপিয়ে দিলে প্রশাসনিক জটিলতা, শিক্ষক সংকট ও অবকাঠামোগত ঘাটতি আরও বাড়তে পারে। নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হলেও কলেজগুলোর ঐতিহ্য, ব্র্যান্ড বিলুপ্ত হয়ে যেতে পারে।

জানা গেছে, সাতটি কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কারণে শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাদের উচ্চ মাধ্যমিক পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কা নিরসনে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অব্যাহত রাখার দাবিতে তারা সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সড়ক অবরোধের সহায়ক কর্মসূচি নিয়েছেন।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম হিসেবে নির্বাচন করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

Read Previous

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

Read Next

রেহানার ৭ বছর, হাসিনার ৫ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular