খালেদা জিয়ার রোগমুক্তি কামনা চমকের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আপসহীন নেত্রীর জন্য সুস্থতা প্রার্থনা করেছেন তিনি।

রোববার (৩০ নভেম্বর) সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। সেখানে রুকাইয়া জাহান চমক লিখেছেন, পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।

এর আগে গত ১৬ নভেম্বর প্রকাশ করা হয়েছে লুইপার নতুন গান ‘চুড়ি ছাম ছাম’। সেই গানটিতে মডেল হিসেবে পারফর্ম করে চমক দেখিয়েছেন রুকাইয়া জাহান চমক। অভিনেত্রীর গ্ল্যামারাস লুক ও পারফরম্যান্স এরই মধ্যে নেটিজেনদের মাঝে নজর কেড়েছে, যা গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনো জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

Read Previous

সড়ক নিরাপত্তা আইন জরুরি, বছরে ৫ হাজারের বেশি প্রাণহানি

Read Next

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular