চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আবারও ৫ আগস্ট ফিরে আসবে: জামায়াত আমির

নির্বাচনে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা চলছে-এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, “চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে।”

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে ৮ দলীয় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮টি ইসলামি দল অংশ নেয়। যথোপযুক্ত জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে চাঁদাবাজির হার আরও বেড়েছে। মানুষ বলে আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ। কোনো ইসলামি দল চাঁদাবাজিতে জড়িত নয়।”

ক্ষমতা ছাড়া থেকেও অনেকের ক্ষমতার দাপট দেখানোর সমালোচনা করে তিনি বলেন,
“আগামী নির্বাচনে ছলে-বলে-কৌশলে জিততে চায় অনেকে। বাংলাদেশে তা আর হবে না। ভোটের পাহারাদার হিসেবে আমরা লড়ব। জনগণ পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না।”


“কেউ যদি ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলেন, তিনি জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবেন। যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ভালোবাসে তারা ভুলেও ৭২-এর সংবিধানের কথা বলবেন না।

তিনি আরও জানান, ঘোষিত ৫ দফা কর্মসূচি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

সমাবেশে ৮ দলের অন্যান্য নেতারা আগামী নির্বাচনের প্রস্তুতি, প্রত্যাশা ও কর্মসূচির দিকনির্দেশনা তুলে ধরেন। একইসঙ্গে তারা দল-মত-নির্বিশেষে অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।

Read Previous

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৬১০

Read Next

চলতি অর্থবছরের নভেম্বরে সেরা রেমিট্যান্স অর্জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular