নতুন জুটিতে দর্শকের ভালোবাসা পাচ্ছেন তৌসিফ-নীলা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন মডেল ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী শাম্মী ইসলাম নীলার সঙ্গে। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত এই নতুন ওয়েব ফিল্মের নাম ‘ফার্স্ট লাভ’। এটি নীলার পর্দায় অভিষেক কাজও বটে। নির্মাতা হাসিব হোসেন রাকিবের দাবি, ওয়েব ফিল্মটি ইতোমধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে।

‘এটি একেবারেই ভিন্ন ধারার একটি গল্প। যা পরিবারকে সঙ্গে নিয়ে দেখা যাবে।’
তার ভাষ্য, ‘সিনেমাটিতে সব ধরনের ফ্লেভার রয়েছে। দর্শকদের কথা মাথায় রেখে কাজ করেছি। আমার বিশ্বাস, ভক্তরা দারুণভাবে গ্রহণ করেছেন।’

চোখ-কান খোলা রাখলেই বোঝা যায় কোন ঘরানার কাজ দর্শক পছন্দ করছেন। “ফার্স্ট লাভ”-এর ক্ষেত্রেও সবার কাছ থেকে আমরা দারুণ ভালোবাসা পাচ্ছি।

অভিনেত্রী নীলার সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতায় তৌসিফ জানান,
নীলার কাছ থেকে অনেক কিছু শিখেছি। শুটিংয়ে অনেক গল্প হতো। মিস ওয়ার্ল্ড হিসেবে তার অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। ও অনেক স্বপ্নবিলাশী। দর্শকরা আবারও আমাদের জুটি হিসেবে দেখতে চান।

অন্যদিকে নীলা জানান, অনেক স্ক্রিপ্ট এলেও “ফার্স্ট লাভ” পড়ে আমার স্বামী ও পরিবারের অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন। তাদের অনুপ্রেরণাতেই কাজটি শেষ করতে পেরেছি।

তৌসিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন,
এটি তৌসিফ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, তবে একেবারেই নতুন মনে হয়নি। তিনি অনেক সহযোগিতা করেছেন, আমাকে চরিত্রে ঢুকতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

Read Previous

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Read Next

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৬১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular