ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ডালপট্টির তিনতলা আবাসিক ভবনের আগুন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল থেকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্যমতে, আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট সেখানে কাজ শুরু করে।

পরে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

Read Previous

চলতি অর্থবছরের নভেম্বরে সেরা রেমিট্যান্স অর্জন

Read Next

ডিসেম্বরে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বিইআরসি

Most Popular