বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-মৈত্রী সুপার র্থামাল পাওয়ার প্ল্যান্ট। নভেম্বর মাসে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি, যা বাংলাদেশের যে কোনো বিদ্যুৎকেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদন।

সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, মাসব্যাপী বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১ দশমিক ৫ শতাংশ অবদান রেখে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা প্লান্টের উচ্চ শিল্প ক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক কর্ম পরিকল্পনার ফল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Read Previous

বিপিএলে বিদেশিদের মধ্যে সবচেয়ে দামি শ্রীলঙ্কান দাসুন শানাকা

Read Next

রমজানে খেজুরের বাজারে অস্থিরতার শঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular