আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। রোববার শেষ হলো এবারের বিপিএল নিলাম, যেখানে দেশি ও বিদেশি অনেক ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে নজরকাড়া দামে।
দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন জাতীয় দলের অনিয়মিত ওপেনার নাঈম শেখ। গত আসরে সর্বোচ্চ রান করা নাঈমকে চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকা। ঢাকার হয়ে খেলবেন এই তারকা অলরাউন্ডারকে ৫৫ হাজার মার্কিন ডলার (প্রায় ৬৭ লাখ টাকা) দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
ক্যাটাগরি ‘এ’-তে থাকা শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নিরোশান দিকবেলা তাদের ভিত্তিমূল্যে (৩৫ হাজার ডলার) দলে নেওয়া হয়েছে যথাক্রমে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসে।
আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সে দারুণ খেলা এই খেলোয়াড়কে নোয়াখালী এক্সপ্রেস ৫০ লাখ টাকায় দলে নিয়েছে, তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা।
২০১২ সালের প্রথম আসরের পর এবারই প্রথম বিপিএলে নিলামের মাধ্যমে দল গঠন করা হলো; পরবর্তী আসরগুলোতে দলগুলো তৈরি হয়েছে ড্রাফটের মাধ্যমে। এবারের আসরে খেলার দলগুলো হলো: ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস।
