রাজধানীতে ছুরিকাঘাতে শ্রমিক নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রকি (২৫)। তিনি বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকায় থাকতেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

রকিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রানা জানান, রকি পেশায় একজন শ্রমিক। তিনি রাতে একটি কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় রকি দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কেউ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ভোররাত সাড়ে ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম ছাড়া বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানার চেষ্টা চলছে।

Read Previous

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা

Read Next

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular