রেকর্ড ভাঙার পরও ওয়াসিম আকরামকেই উপরে রাখছেন স্টার্ক

ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। ৬ উইকেট নিয়ে তিনি ভেঙেছেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের রেকর্ড।

৪১৪ উইকেট নিয়ে এতদিন টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি দখলে রেখেছিলেন ওয়াসিম আকরাম। ৪১৮ উইকেট নিয়ে এখন বাঁহাতি পেসারদের মধ্যে শীর্ষে স্টার্ক।

তবে পাকিস্তানি কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেও এখনো নিজেকে সেরা বাঁহাতি পেসার মানছেন না এ অজি। উপরে রাখছেন ওয়াসিম আকরামকেই। ব্রিসবেনে দিবারাত্রি টেস্টের প্রথম দিন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘না, আমি নিজেকে গ্রেটেস্ট অব অল টাইম বলব না। পরে এসব নিয়ে ভাবব। ওয়াসিম এখনো আমার চেয়ে অনেক ভালো বোলার। আমার কাছে তিনি এখনো বাঁহাতি পেসারদের মধ্যে শীর্ষে, আর ক্রিকেটের সেরা বোলারদের একজন। তার পাশে আমার নাম উচ্চারিত হচ্ছে, এটা ভালো। তবে আমি শুধু চেষ্টা করে যাব।’

এদিকে নিজের রেকর্ড ভাঙলেও তাতে অখুশি নন ওয়াসিম। বরং স্টার্ককে প্রশংসায় ভাসিয়ে সামাজিক মাধ্যমে তিনি বলেন, ‘সুপার স্টার্ক! তোমার জন্য গর্ব হচ্ছে। দারুণ পরিশ্রম তোমাকে আলাদা করেছে। আমার উইকেটসংখ্যা তুমি ছাড়িয়ে যাবে, এটা সময়ের ব্যাপারই ছিল। আমি আনন্দের সঙ্গে এই রেকর্ড তোমাকে তুলে দিলাম। আরও ভালো করো। ক্যারিয়ারে নতুন নতুন পালক যোগ করো।’

টেস্টে আকরামের রেকর্ড ভাঙলেও আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে তার উইকেটের রেকর্ড ভাঙা এখনো বেশ কঠিন স্টার্কের জন্য। ৪৬০ ম্যাচে ৫৩২ ইনিংসে ৯১৬ ‍উইকেট নিয়েছেন পাকিস্তানের সাবেক এ বিশ্বকাপজয়ী তারকা। সেখানে ২৯৭ ম্যাচে ৩৯০ ইনিংসে ৭৪৪ উইকেট শিকার করেছেন ৩৫ বছর বয়সী স্টার্ক। আকরামকে পেছনে ফেলতে তার আরও ১৭৩টি উইকেট প্রয়োজন ।

Read Previous

জান্নাতের টিকেট দিতে পারব না, ভোট দিলে উন্নয়ন করব : মির্জা আব্বাস

Read Next

কক্সবাজারে বাঁকখালী নদীর সীমানা নিয়ে উত্তেজনা

Most Popular