মাদারীপুর-১ আসনে নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন দাবিতে শিবচরে মশাল মিছিল

মাদারীপুর-১ আসনে বিএনপি নেতা কামাল জামান নুরুউদ্দিন মোল্লার স্থগিত হওয়া মনোনয়ন পুনর্বহালের দাবিতে শিবচরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার হাতির বাগান মাঠ থেকে এই মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ৭১ সড়কে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন কোনো কারণ ছাড়াই স্থগিত করা হয়েছে। দ্রুত মনোনয়ন ফেরত না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটি মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করে। তবে ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই ৪ নভেম্বর বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার মনোনয়ন স্থগিত করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেদিনই দলীয় নেতাকর্মীরা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

পরে ৪ ডিসেম্বর এই আসনে মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা আক্তার মিঠু চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দেয় বিএনপির কেন্দ্রীয় কমিটি। এরই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আবারও মশাল মিছিল করেন নুরুউদ্দিন মোল্লার সমর্থকরা।

মশাল মিছিলে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া সাজু মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদা ছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read Previous

পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি

Read Next

ফ্যাটি লিভার কমাতে নিয়মিত পান করতে পারেন যে ৩ স্বাস্থ্যকর পানীয়

Most Popular