ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত আপডেটে এ তথ্য জানা যায়।
ইসির তথ্যমতে, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৬৫ জন। দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরব শীর্ষে রয়েছে ৩৮ হাজার ২৬৯ জন নিবন্ধিত প্রবাসী নিয়ে। যুক্তরাষ্ট্রে নিবন্ধন করেছেন ১৯ হাজার ২৭১ জন।
প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করেছে ইসি। আগে এই সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ইসি জানায়, নিবন্ধনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক; ভুল ঠিকানা থাকলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ মেন্যুতে গিয়ে সংশোধন করতে হবে। ঠিকানা সঠিক না হলে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকা থেকে দূরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮ দেশের প্রবাসীদের জন্য নিবন্ধনের সুযোগ উন্মুক্ত করেন।
