‘ধুরন্ধর’: মুক্তির প্রথম দিনেই রেকর্ড আয় রণবীর সিংয়ের

বলিউড তারকা রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভারতে মুক্তির পর সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ২৭ কোটি রুপি, যা রণবীরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং।

বিশেষজ্ঞদের অনুমান ছিল আয় হবে ১৫-১৮ কোটি রুপির মধ্যে। কিন্তু প্রত্যাশা ছাড়িয়ে ‘ধুরন্ধর’ পেছনে ফেলেছে আলোচিত ছবি ‘সাইয়ারা’র প্রথম দিনের আয় (২১.৫০ কোটি)। এমনকি রণবীরের নিজের ব্লকবাস্টার ‘পদ্মাবত’ (২৪ কোটি) ও ‘সিম্বা’ (২০.৭২ কোটি)-র রেকর্ডও ভাঙা হয়েছে।

এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, মুক্তির দিন সারা ভারতে অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ, সন্ধ্যার শোতে যা বেড়ে ৫৫ শতাংশ ছাড়ায়। ৪ হাজারের বেশি শো বুক করা হয়েছিল।

ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সারা অর্জুন, অর্জুন রামপাল ও আর মাধবন।

Read Previous

শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে: ডা. জাহিদ

Read Next

ভেজাল গুড়: অজান্তেই ডেকে আনছে নানা রোগ

Most Popular