মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে যেকোনো সময়ই এ বিমান ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) তিনি জানান, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। সবকিছুই তাদের তত্ত্বাবধানে হচ্ছে।
এদিকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন তার স্বাস্থ্য প্রতিবেদনের অগ্রগতি পর্যালোচনা করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও ‘ফ্লাই করার’ সক্ষমতা অর্জন করেননি, এ কারণেই লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে।
গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে আছেন ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে রোগীর অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করছেন।
মেডিকেল বোর্ডের অনুমোদনই এখন খালেদা জিয়ার লন্ডন যাত্রার একমাত্র শর্ত।
