পারস্পরিক বোঝাপড়ায় এগোবে বাংলাদেশ-ভারত সম্পর্ক : প্রণয় ভার্মা

পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৫ পালন উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের বিজয় দিবসের ১০ দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ রেখে পাশে দাঁড়িয়ে ছিল ভারত। ঐতিহাসিক এই সম্পর্ক এগিয়েছে বহুদূর।

তিনি বলেন, আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারবো না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ভারত চায় দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর হোক। তিনি আরও বলেন, সহযোগিতার যে ধারা শুরু হয়েছিল একাত্তরে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অন্তর্ভুক্তি জাতি হিসেবে তা অব্যাহত রাখবে।

Read Previous

ঢাকা-৮ আসনে প্রার্থী বদলাচ্ছে জামায়াত, ময়দানে সাদিক কায়েম!

Read Next

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Most Popular