ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হারল বাংলাদেশ রেড গ্রিন, তবু পারফরম্যান্সে সন্তুষ্ট দল
লাতিন বাংলা সুপার কাপের প্রথম ম্যাচে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার। ফলাফল প্রতিকূলে গেলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ।
শুক্রবার জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো লাতিন আমেরিকার কোনো ক্লাব দলের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা।
অনূর্ধ্ব-১৭ ও প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে গড়া বাংলাদেশ রেড গ্রিন দলটি ম্যাচের শুরু থেকেই ব্রাজিলিয়ান ক্লাবের চাপ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে।
২৭ মিনিটে প্রথম গোল হজমের পর তিন মিনিটের ব্যবধানে আরও একটি গোল খায় বাংলাদেশ। বিরতিতে ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধের শুরুতেও স্পট কিক থেকে গোল হজম করে। ৬৫ মিনিটে চতুর্থ গোল করে বড় জয়ের ভিত্তি গড়ে সাও বার্নার্দো।
বাংলাদেশের খেলোয়াড়রা ব্যবধান কমানোর চেষ্টা করলেও অভিজ্ঞ ও শারীরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষের সামনে তেমন সুযোগ তৈরি করতে পারেননি।
ম্যাচ শেষে ইব্রাহিম নেওয়াজ বলেন,
“ভালো অভিজ্ঞতা হয়েছে। প্রথমবার একসঙ্গে খেলেছি আমরা। আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে। সামনের ম্যাচে ভালো ফলাফলের আশা করছি।”
মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার ক্লাবগুলোর উপস্থিতি থাকায় সমর্থকদের আগ্রহও ছিল তুঙ্গে। অনেকেই অ্যামেচার হলেও লাতিন দলের বিপক্ষে ম্যাচ উপভোগ করেছেন।
ব্রাজিলের বিপক্ষে হারের পর এখন আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে জয়ের প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ রেড গ্রিন।
