রোববারও বিদেশ যাত্রার সম্ভাবনা ক্ষীণ: এনামুল হক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, বেগম খালেদা জিয়া এখনো ফ্লাই করার মতো শারীরিক সক্ষমতা অর্জন করেননি। ফলে রোববারও তাঁর বিদেশ যাত্রার সম্ভাবনা ক্ষীণ।
শনিবার তিনি বলেন, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হবে। কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করছে।
এনামুল হক জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ব্যবস্থা রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে। বোর্ডের সিদ্ধান্ত পাওয়ার পরই লন্ডনে নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
চিকিৎসকরা বলছেন, এখনও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তাই লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। গত দু’দিনে করা বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড। প্রতিদিনই বোর্ডের বৈঠকে সর্বশেষ অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ দল চিকিৎসা দিচ্ছে। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই বোর্ডের সদস্য এবং বিদেশে নেয়ার প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন।
