চকলেট রঙে আবেদনময়ী মন্দিরা

ঢালিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ দিয়ে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন এই সুন্দরী। এরপর আরিফিন শুভর সঙ্গী হয়ে ‘নীলচক্র’-তে সাড়া ফেলে এখন যেন প্রতিটি উপস্থিতিতেই তিনি মাতিয়ে রাখেন তার অনুরাগীদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একঝাঁক গ্ল্যামারাস ছবি প্রকাশ করে আবারও প্রমাণ করলেন, সময়টা বয়ে যাচ্ছে মন্দিরামুখর হয়ে। মুহূর্তেই ভাইরাল হওয়া সেই লুক নিয়ে ইতোমধ্যে ঢালিউডে শুরু হয়েছে নতুন আলোচনা।

শনিবার (০৬ ডিসেম্বর) রাতে একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের।

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, মন্দিরা পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের একটি বডিকন গাউন। স্লিভলেস এই পোশাকটিতে রয়েছে সোনালী স্ট্র্যাপ এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে; উঠে এসেছে সাহসী লুক।

প্রতিটি পোজেই এক আবেদনময়ী অভিব্যক্তি ছিল তার। এ ছাড়া হালকা অলঙ্কার- হাতে বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি; সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের সৌন্দর্যতা।

এদিকে অভিনেত্রী তার প্রকাশিত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’ তার এমন ক্যাপশন আর আবেদনময়ী ছবি গুলো ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’-তে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া অঙ্গনে যাত্রা শুরু করেন মন্দিরা। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি এবং সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই সুন্দরী।

Read Previous

সুদানে কিন্ডারগার্টেনে আরএসএফের হামলায়, ৪৬ শিশুসহ নিহত ১১৪

Read Next

৭ কলেজ শিক্ষার্থীদের পুনরায় সড়ক অবরোধ

Most Popular