ষড়যন্ত্র ঠেকাতে জনগণের শক্তিই যথেষ্ট – তারেক রহমান

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে অরাজকতা বিরাজ করছে উল্লেখ করে দেশের সকল ষড়যন্ত্র রুখে দিতে জনগণ ও গণতন্ত্রই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে যে কোনো মূল্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি রোধ করতে হবে। কারণ এই দুই খাতে সুশাসন নিশ্চিত না হলে নারী, কৃষি ও স্বাস্থ্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব খাতের উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হবে। দুর্নীতি দমন শুধু বিএনপির পক্ষেই সম্ভব দাবি করে তিনি বলেন, “দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাই ভেস্তে যাবে।”

বিএনপিকে উদ্দেশ্য করে বিভিন্ন মহল থেকে আসা সমালোচনার জবাবে তিনি বলেন, “স্বৈরাচারের মতো কিছু মানুষ বিএনপিকে সমালোচনা করছে। অথচ তাদেরই দুইজন শেষ দিন পর্যন্ত বিএনপি সরকারের সঙ্গে ছিলেন-যা প্রমাণ করে খালেদা জিয়ার দুর্নীতিবিরোধী অবস্থান কতটা পরিষ্কার।” তিনি দাবি করেন, বিএনপির বিরুদ্ধে আনীত কোনো অভিযোগই আদালতে প্রমাণিত হয়নি।

জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, “স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল জানতে চেয়েছিলেন জাতীয় সরকার করা হবে কি না। তখনই বলা হয়েছিল-আমরা জনগণের কাছে যাবো, জনগণের রায়ই হবে আমাদের শক্তি। কারণ জনগণই আমাদের ক্ষমতার উৎস।”

অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনার জবাবে তিনি বলেন, “যারা বলে এবার আমাদের দেখুন-তাদের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। কীভাবে তারা হত্যা, নির্যাতন আর লুণ্ঠনে জড়িত ছিল-মানুষ তা ভুলে যায়নি।”

রাজনীতির মাঠে ‘কে বেহেশত বা দোজখে যাবে’-এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এসব দাবি করা ঈমানবিরোধী ও শিরকসম।”

বক্তব্যের শেষাংশে তারেক রহমান জানান, আগামী দুই মাসের মধ্যে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছে বিএনপি, এবং দলটি এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

Read Previous

আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

Read Next

অ্যাশেজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া

Most Popular