কারসাজিতে বেড়েছে পেঁয়াজের দাম, জড়িতদের খুঁজে বের করতে হবে: কৃষি উপদেষ্টা
পেঁয়াজের দাম ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে, যা কারসাজির মাধ্যমে হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাজারে বর্তমানে কোনো সংকট নেই, তবে দাম বেড়েছে। এছাড়া সারের পর্যাপ্ত মজুদ রয়েছে।
তিনি জানান, বাজার নিয়ন্ত্রণের জন্য পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেঁয়াজের দাম ৭০ টাকা হলে সবার জন্য উপযুক্ত হবে। যদি বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকে, তবে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের দায়িত্ব রক্ষা করা হবে না। ব্যবসায়ীদের কারসাজি দেখবে বাণিজ্য মন্ত্রণালয়।
উল্লেখযোগ্যভাবে তিনি বলেন, ৭০ শতাংশ আমন ধান কাটা হয়ে গেছে, ফলন ভালো এবং সবজির দাম এখন সহনীয়। সামনে দাম আরও কমবে, তবে এমনভাবে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হন তা নিশ্চিত করা হবে।
আলু চাষীদের জন্য সহায়তার বিষয়ে তিনি জানান, এবার চাষীরা আলুতে ক্ষতির মুখে পড়েছেন। কৃষকদের ভর্তুকি দেয়ার পরিকল্পনা চলছে। দেশের আলুর জাত উন্নত না হওয়ায় রফতানি সম্ভব হচ্ছে না।
এছাড়া, তিনি সারের অনর্থক ব্যবহার বন্ধের আহ্বান জানান। মৎস্যচাষ ও কৃষিতে অতিরিক্ত সারের ব্যবহার কমানোর নির্দেশ দেন। কৃষি কর্মকর্তাদের বদলির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওসি ও এসপিদের লটারি পদ্ধতিতে বদলি করা হয়েছে, কৃষি কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করা হবে।
