নর্থ সাউথ ইউনিভার্সিটির সিরাত কনফারেন্সে দেশের প্রখ্যাত ৪ আলেম

নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) প্রথমবারের মতো আয়োজন করছে ‘এনএসইউ কুরআন সম্মেলন ও সীরাহ প্রদর্শনী ২০২৫’।

এই আয়োজনের মূল উদ্দেশ্য পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাত নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিণত করেছে আধ্যাত্মিক ও বৌদ্ধিক পরিবেশে।

সেন্ট্রাল প্লাজা, গ্যালারি এলাকা ও অডিটোরিয়ামজুড়ে চলছে আলোচনাসভা, প্রদর্শনী ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ দর্শনার্থীসহ ৩০ হাজারেরও বেশি মানুষ এই ইভেন্টে অংশ নেবেন।

এই আয়োজনের মূল উদ্দেশ্য পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাত নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। অনুষ্ঠানটিতে দেশের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রখ্যাত আলেম, গবেষক ও শিক্ষাবিদরা বক্তৃতা দেবেন। পাঁচ দিনব্যাপী সীরাহ প্রদর্শনীতে থাকবে ঐতিহাসিক সময়রেখা, মসজিদে নববীর রেপ্লিকা, সীরাতভিত্তিক চিত্রপ্যানেল এবং বিভিন্ন গবেষণাধর্মী ডকুমেন্টেশন।

৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গ্র্যান্ড কুরআন সম্মেলনে বক্তৃতা দেবেন দেশের চার প্রখ্যাত আলেম, শায়খ আহমাদুল্লাহ, ড. মিজানুর রহমান আজহারী এবং মুফতি আব্দুল মালেক। তাদের পাশাপাশি অধ্যাপক মুখতার আহমেদসহ আরও কয়েকজন বিশিষ্ট স্কলার বক্তব্য রাখবেন।

অনুষ্ঠান চলাকালীন আয়োজন করা হয়েছে ইসলামিক বইমেলা ও লাইভ ক্যালিগ্রাফি সেশন, যেখানে অংশ নেবে দেশের সুপরিচিত প্রকাশনী প্রতিষ্ঠানগুলো।

সমসাময়িক যুগে মুসলিম নারীদের শিক্ষা, নেতৃত্ব এবং সামাজিক ভূমিকা নিয়ে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন নারী গবেষক ও শিক্ষাবিদরা।

বৃহৎ এই আয়োজনের সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছেন এনএসইউ-এর অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং অ্যাডমিশন ডিরেক্টর ড. মো. নুরুল কবির। আয়োজকরা আশা করছেন, ‘কুরআন সম্মেলন ও সীরাহ প্রদর্শনী ২০২৫’ বিশ্ববিদ্যালয় অঙ্গনে আধ্যাত্মিক জাগরণ তৈরি করবে এবং তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।

Read Previous

শীতে পা ফাটা রোধ করবেন যেভাবে

Read Next

৪ নারী পেলেন বেগম রোকেয়া পদক

Most Popular