বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশের সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপন নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সভায় পুলিশকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার। তিনি বলেন, “রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়েনে কোনো ধরনের বিলম্ব করা যাবে না। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রাখতে হবে।” তিনি আরও জানান, এসব দিবসকে কেন্দ্র করে ডিএমপি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় দিবস দুটি নির্বিঘ্নে উদযাপন করা সম্ভব হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা ঠেকাতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দিবস দুটির সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতামত ও সুপারিশ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস) ওসমান গনি, বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Read Previous

নবী মুসা ও মা হাজেরা (আ.) যেভাবে আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন

Read Next

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তার বদলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি

Most Popular