পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী এক্সপ্রেস
বিপিএল দলগুলো এখনো সরাসরি চুক্তির মাধ্যমে খেলোয়াড় দলে নিচ্ছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তানের উঠতি তারকা ব্যাটার মাজ সাদাকাত ও আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার জহির খানকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
সোমবার (৮ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সদ্য সমাপ্ত রাইজিং স্টার্স এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মাজ সাদাকাত। বাঁহাতি এই ওপেনারের ব্যাটে ভর করেই শিরোপা জিতেছিল পাকিস্তান। টুর্নামেন্টে ১২৯ গড়ে ২৫৮ রান করার পাশাপাশি বল হাতে নেন ৭ উইকেট। অনূর্ধ্ব-১৯ থেকে উঠে আসা এই তরুণ এখন পাকিস্তানের ‘এ’ দলে নিয়মিত মুখ। পিএসএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন তিনি।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ না খেললেও ফ্র্যাঞ্চাইজি লিগে পরিচিত নাম আফগান স্পিনার জহির খান। অভিজ্ঞ এই চায়নাম্যান খেলেছেন আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, সিপিএল ও আইএল টি-টোয়েন্টির মতো প্রতিযোগিতায়। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ ইনিংসে তার উইকেট সংখ্যা ১৪২। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ১ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি; মোট উইকেট ২০টি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৪ সালের ডিসেম্বরে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
