বেগম রোকেয়া নারী জাগরণের আলোক দিশারী: তারেক রহমান

বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রেরিত এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন এক আলোক দিশারী ও অগ্রদূত।

সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, রক্ষণশীল পরিবেশে বেড়ে উঠেও বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। সমাজে নারীর পিছিয়ে পড়া এবং শিক্ষার অভাব যে তাদের প্রধান বাধা-তা তিনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিশেষ করে মুসলিম নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে বেগম রোকেয়া সাহসী উদ্যোগ নিয়েছিলেন। নারীমুক্তির কথা বলার কারণে তিনি সমাজের রক্ষণশীল অংশের তীব্র প্রতিরোধের মুখোমুখি হলেও কখনো পিছপা হননি। তাঁর ক্ষুরধার লেখনি সমাজের অন্যায়, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

তারেক রহমান বলেন, সংসার, সমাজ ও অর্থনীতির কেন্দ্রে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবস্থান ছিল স্পষ্ট ও দৃঢ়। তিনি বিশ্বাস করতেন, নারীর আত্মমর্যাদা রক্ষায় সর্বাগ্রে প্রয়োজন উপযুক্ত শিক্ষা ও কর্মদক্ষতা। তাই তিনি সামাজিক আন্দোলনের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে কাজ করেছেন।

Read Previous

দাখিল-আলিমে শতভাগ অকৃতকার্য ১১১ মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ

Read Next

বাংলাদেশ সিরিজেই নতুন টেস্ট ভেন্যু পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া

Most Popular