সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় এই বৈঠক।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। গত সপ্তাহে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপি ও জাতীয় নাগরিক পাটির প্রতিনিধির দল।

গতকাল রবিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকার কথা সরকারের প্রধানকে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ ছাড়া এ দিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

সেক্ষেত্রে সকালে আধা ঘণ্টা ও বিকালে আধা ঘণ্টা সময় বাড়বে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Read Previous

গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আসিফ নজরুলের

Read Next

শিক্ষার্থীদের যৌন হয়রানি : ঢাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

Most Popular