দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ছয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। স্থানীয় সূত্রগুলো জানায়, সোমবার (৮ ডিসেম্বর) হামলার লক্ষ্য ছিল ওয়াদি রুমিন, জাবাল সাফি এবং নাবাতিয়েহ জেলার জেফতা নদীর আশপাশের এলাকা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর শাফাক নিউজের।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলাগুলো হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। হিজবুল্লাহর রেদওয়ান ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যক্রম পরিচালনার জায়গাগুলোই ছিল মূল টার্গেট।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল এখনো লিতানি নদীর দক্ষিণে পাঁচটি স্থানে সেনা অবস্থান ধরে রেখেছে এবং দক্ষিণ ও পূর্ব লেবাননসহ বেইরুতের দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়ে যাচ্ছে।

ইউএনআইফিল জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ৮ হাজার ৫০০টির বেশি আকাশ ও স্থল লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে।

Read Previous

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দুর্নীতি কমবে : দুদক চেয়ারম্যান

Read Next

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

Most Popular