পুলিশে আবারও বড় রদবদল

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আমলের সই করা আলাদা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার শিহাব করিমকে পাঠানো হয়েছে পুলিশের বিশেষ শাখায় (এসবি)। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবুল কালামকে বদলি করা হয়েছে নৌ পুলিশে। র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল হক ও মো. মিজানুর রহমানকে পাঠানো হয়েছে এপিবিএনে।

আরেক প্রজ্ঞাপনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে সিরাজগঞ্জে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারকে পাঠানো হয়েছে সুনামগঞ্জে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসফেকুর রহমানকে ঝিনাইদহে এবং খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনকেও পাঠানো হয়েছে ঝিনাইদহে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনকে বদলি করা হয়েছে সিলেটে; সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আমিনকে হবিগঞ্জে। খুলনা সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্রকে পাঠানো হয়েছে খুলনা সদরে। নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামকে রাখা হয়েছে নওগাঁয় এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুকে বদলি করা হয়েছে ফরিদপুর ভাঙ্গা সার্কেলে।

এ ছাড়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎকে খাগড়াছড়িতে এবং পুলিশ সদর দফতরের এএসপি থেকে সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি পাওয়া মো. সালাউদ্দিনকে বদলি করা হয়েছে খুলনা সি-সার্কেলে।

Read Previous

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

Read Next

সিলেটের ব্যর্থতায় অবশেষে চ্যাম্পিয়ন রংপুর

Most Popular