নারীদের সম্মানহানি মূল্যবোধের ওপর বড় আঘাত: জামায়াত আমির

নারীদের সম্মানহানি, ভিন্নমতের প্রতি আক্রমণ এবং প্রযুক্তি-এআই ব্যবহারে অবক্ষয়ের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অনলাইনে অশালীনতা ও বিদ্বেষমূলক আচরণ সমাজের মৌলিক মূল্যবোধের ওপর বড় আঘাত হেনে চলেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম কাউকে কটূক্তি, গালি বা অভিশাপ দেওয়ার অনুমতি দেয় না।” তিনি তিরমিজি হাদিস ও কুরআনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলা এবং কাউকে উপহাস না করাই ইসলামের নির্দেশ।

ডা. শফিকুর রহমান বলেন, ভিন্নমতকে যুক্তি, শালীনতা ও ভদ্রতার মাধ্যমে মোকাবিলা করাই একজন প্রকৃত মুসলিম ও সভ্য নাগরিকের পরিচয়। গালিগালাজ, হেয় করা বা চরিত্রহনন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

স্ট্যাটাসে তিনি অনলাইনে ঈমান, নৈতিকতা ও মর্যাদা রক্ষার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “প্রতিটি শব্দই আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে”-তাই ঘৃণা নয়, যুক্তি ও শালীনতার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Read Previous

বৃহস্পতিবার ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তফসিল: ইসি সচিব

Read Next

প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষকের জন্য এলো সুখবর

Most Popular