পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

সচিবালয়ে টানা ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় থেকে বের হন।

সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা দুপুর ২টার পর থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখেন। দরজার সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার মধ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও ছিল।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্তও উপদেষ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে উপদেষ্টাকে বের করে আনার উদ্যোগ নেয়। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করেন। ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

তীব্র উত্তেজনার মধ্যেই রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তা বেষ্টনী ঘিরে ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয় থেকে বের করে আনা হয়।

Read Previous

যে কারণে পুরস্কার নিতে যাচ্ছেন না শান্তিতে নোবেলজয়ী মাচাদো

Read Next

নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে: তারেক রহমান

Most Popular