বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী, কারা তারা

আসন্ন বিপিএলকে আরও জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর হতে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে তারকাবহুল ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আয়োজকরা। এবার, দুই উপস্থাপিকার নামও প্রকাশ করেছে বিসিবি।

বিপিএলের এবারের আসরে উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জয়নব আব্বাস ও ভারতের রিধিপা পাঠক। নিজেদের ফেসবুক পেজে তাদের ভিডিও প্রকাশ করে এ বিষয়টি জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।

এবারের বিপিএলের ধারাভাষ্য প্যানেলেও রয়েছে চমক। রমিজ রাজা, সমন্বয় ঘোষ, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, ড্যানি মরিসন, স্যামুয়েল বদ্রি, আতাহার আলী খান, শামীম আশরাফ, মাজহার উদ্দিন অসি ও জেমি কক্সের মতো খ্যাতনামা ধারাভাষ্যকাররা মাতিয়ে রাখবেন বিপিএলকে।

আইএল টি-টোয়েন্টি থাকায় শুরুর দিকে সবাইকে পাওয়া না গেলেও আইএল টি-টোয়েন্টি শেষে পুরো ধারাভাষ্য প্যানেলকে পাওয়া যাবে। সিলেটে বিপিএল শুরু হওয়ার পর সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। ৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Read Previous

যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান হামাসের

Read Next

শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস

Most Popular