তেজগাঁও কলেজ সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু, ফার্মগেটে সহপাঠীদের সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে তার সহপাঠীরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন।

শতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করার পর ফার্মগেট মোড়ে অবস্থান নেন। সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা সাধারণ যাত্রী ও গাড়ির চালকদের ভোগান্তি সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা রানা হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন এবং ছাত্রাবাসে হামলার দায়ে দোষীদের শাস্তি চাচ্ছেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে।

জানা গেছে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে রানা, হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪-২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫-২৬) গুরুতর আহত হন। তাদের প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রানাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Read Previous

স্কুলে ভর্তির লটারি আজ, ফল দেখবেন যেভাবে

Read Next

১০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন

Most Popular