৫ মিনিটের ব্যবধানে ভূমিকম্পে দুবার কেঁপে উঠল সিলেট

সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতরাত ২টা ৫০ মিনিট ও ২টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

এর ঠিক পাঁচ মিনিট পর ২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গভীর রাতে মৃদু মাত্রার এই ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Read Previous

আজ দেশের বাজারে স্বর্ণের দাম

Read Next

মিয়ানমারে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩১

Most Popular