ট্যুরআপ ও লাইফপ্লাসের মধ্যে সমঝোতা
ট্রাভেল কোম্পানি ট্যুরআপ লিমিটেড ও লাইফপ্লাস বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরায় ট্যুরআপ লিমিটেডের অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা চুক্তির আওতায় ভ্রমণ ও স্বাস্থ্যের সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। ট্যুরআপের গ্রাহকরা নিরাপদ, নিশ্চিন্ত ও স্মার্ট ভ্রমণের সুবিধা পাবেন। অন্যদিকে, লাইফপ্লাস-এর ব্যবহারকারী ও কার্ডহোল্ডাররা ট্যুরআপের বিশেষ ট্রাভেল প্যাকেজ, ডিসকাউন্ট এবং প্রিমিয়াম হলিডে সার্ভিস উপভোগ করতে পারবেন।
Tags: ট্যুরআপ ও লাইফ সমঝোতা চুক্তি
