“তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমে ৮ ডিগ্রি”

উত্তরের হিমেল হাওয়ার কারণে পঞ্চগড়ের তাপমাত্রা ক্রমশ কমছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।

শীতের তীব্রতায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেকেই রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে খড়কুটো জ্বালানোর কারণে আগুনে দগ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে।

জেলা শহর ও হাটবাজারে শীতবস্ত্রের দোকান জমে উঠেছে। কৃষকরা ক্ষেত থেকে শীতকালীন শাকসবজি সংগ্রহ করে বাজারে তুলতে ব্যস্ত সময় পার করছেন। জেলা সদর উপজেলার কৃষক আলম হোসেন বলেন, “শীতকালে কাজের ব্যস্ততা বেড়ে যায়। ভোরে ক্ষেত থেকে শাকসবজি উত্তোলন করে বাজারে পাঠাই।”

জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং বাতাসের আদ্রতা ৭৮% রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “সর্বনিম্ন তাপমাত্রা টানা পাঁচ দিন ১০ ডিগ্রি সেলসিয়াসে থাকার পর আজ তা আরও কমেছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

Read Previous

গাজা গণহত্যায় মানবাধিকার সনদ ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত: এরদোগান

Read Next

স্কুলে ভর্তির লটারি আজ, ফল দেখবেন যেভাবে

Most Popular