প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ঘোষণা করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য পূর্বে রেকর্ড করা ভাষণে তিনি আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।
সিইসি জানান, নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হবে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১২-১৮ জানুয়ারি।
ইসি প্রধান জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
চূড়ান্ত প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এবং ভোটের আগের ৪৮ ঘণ্টা পর্যন্ত চলবে।
এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এটি দেশের তৃতীয় গণভোট হতে যাচ্ছে। সিইসি বলেন, “গণভোট যুক্ত হওয়ায় নির্বাচন পরিচালনার সময় ও প্রস্তুতি কিছুটা বাড়ানো হয়েছে।”
তফসিল ঘোষণার আগে গত বুধবার সিইসি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। ইসি সচিব জানান, রাষ্ট্রপতিকে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার সিইসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মাঠপর্যায়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগে ৩০০ জন বিচারক নিয়োগে সহযোগিতা চান।
