বিএনপির দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা গাজী তাহমিদ খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।

জানা গেছে, বুধবার বিকেলে বারইয়ারহাট পৌর বাজারে এক দোকানে পায়ের ওপর পা তুলে বসা ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের। এ সময় বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় লিটন জুবায়েরকে লাথি মারে। এরপর উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা চলে যায়। পরবর্তীতে লিটন ও জুবায়ের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলীর লোকজন নিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাহমিদ, রায়হান, মোহন দে, আবির, মোজম্মেল সহ ৮/১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে জানান, বুধবার বিকেলে লিটন ভাইয়ের সঙ্গে জুবায়েরের ঝামেলার বিষয়টি মীমাংসার জন্য আমরা কয়েকজন মিলে ট্রাফিক মোড়ে যাই। সেখানে যাওয়ার পর কথা বলার এক পর্যায়ে লিটন ভাইয়ের কর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাহমিদ কখন সেখানে গেছে বলতে পারি না। সে আমাদের এলাকার হওয়ায় তাকে উপর্যপুরি কুপিয়ে মারাত্মক আহত করা হয়। রাত ১২টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে বিএনপির একই গ্রুপের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে তাহমিদ নামে একজন নিহত হয়েছে। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে। এই ঘটনায় থানায় এখনো মামলা দায়ের হয়নি।

Read Previous

মিয়ানমারে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩১

Read Next

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: নতুন তথ্য দিল পুলিশ

Most Popular