ওসমান হাদির চিকিৎসায় মেডিকেল বোর্ড, আপাতত নতুন অপারেশন নয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসা চলছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম এ আজিজ, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. আলীউজ্জামান এবং থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. জুলফিকার হায়দার।

মেডিকেল বোর্ড গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, ‘ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওষুধ ও প্রয়োজনীয় আনুষঙ্গিক চিকিৎসা চলমান থাকবে।’

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টা ৬ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রিকশাযোগে গন্তব্যে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের আরোহী খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি মাথার ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Read Previous

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

Read Next

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কার কত দিন ছুটি

Most Popular