রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ‎শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাড্ডা লিংক রোড এলাকায় দেওয়ান পরিবহন নামে একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দাঁড়িয়ে থাকা দেওয়ান পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আশপাশ থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। তবে বাসটি পুরোপুরি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আমরা সংবাদ পাই। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই বাসের আগুন সম্পূর্ণ নিভে যায়। ফলে ফায়ার সার্ভিসকে এ ঘটনায় কোনো কাজ করতে হয়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও তিনি নিশ্চিত করেন। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও ফায়ার সার্ভিসের কাছে আসেনি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। ব্যস্থা নেওয়া হচ্ছে।

Read Previous

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত : জানালেন বিশেষ সহকারী

Read Next

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে : ডিএমপি কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular